ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে এ যাবতকালের রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৭৯ দিনে প্রাণঘাতী এই ভাইরাস এখন বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে হানা দিয়েছে।
দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২ জনের। ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন। সবমিলিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২১ জন।
ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবারের (২০ মার্চ) আগ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। এবার মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে ১৮ শতাংশের বেশি বেড়ে ৬২৭ জন হল।
এদিকে ইতালিতে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে পাঁচ হাজার ১২৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে নিবিড় পরিচর্যায় আছেন দুই হাজার ৬৫৫ জন, যেখানে আগের দিন এই সংখ্যা ছিল দুই হাজার ৪৯৮।