আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে দুদল কারাবন্দির মধ্যে সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩০-৪০ জন বন্দি। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
ইকুয়েডরের প্রধান বন্দরনগরী গুয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারির কারাগারে গত শুক্রবার সন্ধ্যায় আধিপত্য ও মাদক কারবারির নিয়ন্ত্রণ নিয়ে দুদল বন্দির মধ্যে লড়াই বাধলে এ হতাহতের ঘটনা ঘটে।
কারাগারের ভেতরে অনুসন্ধান চালিয়ে পুলিশ জানিয়েছে, সেখানে বন্দুক ও বিস্ফোরক পাওয়া গেছে।
ইকুয়েডরের কারাগারগুলোতে মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এর আগে গত সেপ্টেম্বর মাসে ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১১৯ জন বন্দি মারা গিয়েছিল।
দেশটির কারাগারগুলোতে চলতি বছর দাঙ্গায় এ পর্যন্ত প্রায় ৩০০ বন্দির মৃত্যু হয়েছে। ইকুয়েডরের ইতিহাসে কারাগারে সংঘটিত সহিংসতায় আগে কখনও এত কয়েদি হতাহত হননি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, তার সরকার শুধু কারাগারই নয় ইকুয়েডরের মাদক পাচারকারিদের অঞ্চলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। আর এ জন্য প্রতিবেশী কলম্বিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ থেকে আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন হবে বলে উল্লেখ করেছেন।