আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি সংকট। ফলে জ্বালানি আমদানিতে এখন রাশিয়ার বিকল্প খুঁজছে ইউরোপের বিভিন্ন দেশ। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) টরন্টোতে জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ এ তথ্য দেন।
ওলাফ শলজ বলেন, জ্বালানি নিরাপত্তা জোরদার, সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে দুদেশের নীতিই অভিন্ন। তিনি আরও বলেন, আমি আনন্দের সঙ্গে জানাতে চাই যে গত কয়েক মাসের মধ্যে কানাডার সঙ্গে জার্মানির বন্ধুত্বের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। সেটা নিয়ে আমরা গর্বিত। আমাদের দুই জাতির উদ্দেশ্য এক ও অভিন্ন। বিশেষ করে বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে দুই দেশের সেনারা যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়।
বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতসহ নানা সংকটের সমাধান খুঁজতে কানাডা সফর করছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। একই সঙ্গে ইউক্রেন সংকট সমাধানে কার্যকর উদ্যোগ না নিলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন চ্যান্সেলর শলজ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ইউক্রেনে রাশিয়া যা করছে তা অগ্রহণযোগ্য। সেখানে মানবিক বিপর্যয় ঘটেছে। তাই আমি মনে করি, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সঠিক সিদ্ধান্ত। তাদের অর্থনীতিকে আটকে না দিতে পারলে প্রেসিডেন্ট পুতিন আরও আগ্রাসী হয়ে উঠবেন। তাই বাল্টিক অঞ্চলে আমাদের সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বৈঠকে চ্যান্সেলর শলজ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আসন্ন শীত মৌসুমের আগেই জার্মানিতে কানাডা কিংবা অন্য কোনো দেশ থেকে প্রাকৃতিক গ্যাসের আমদানি নিয়ে একান্ত আলাপ করেন।