মন্টিনিগ্রোতে করোনা সনাক্তের ৭০ দিন পর গত রবিবার দেশটিকে করোনার আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসে. ইউরোপের প্রথম দেশ হিসাবে মন্টিনিগ্রো
করোনামুক্ত ঘোষণা করে সে দেশের স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে কোনো আক্রান্তের খবর নেই গত ২০ দিন ধরে. করোনা মুক্ত ঘোষণার পর এখনো করোনা টেষ্ট অব্যাহত রেখেছে দেশটির স্বাস্থ্য ইনিস্টিটিউট। গত ২৪ ঘন্টায় ১৪০ জনের মধ্যে করোনার টেস্ট করা হয়েছে কিন্তু কোনো পজেটিভ রেজাল্ট পাওয়া যায়নি। তারা আগামী ২৮ দিনে নতুন করে কোন করোনা সংক্রান্ত রিপোর্ট না পেলে দেশটিকে একেবারে পান্ডামিক মুক্ত জোন ঘোষণা করবে জানিয়েছেন। মন্টিনিগ্রো ইউরোপের সর্বশেষ দেশ যারা কিনা মার্চ ১৭ যে প্রথম করোনা রোগী সনাক্ত করে. ঠিক ওই সময় তাদের দেশে ৩২৪ জন আক্রান্ত, ৩১৫ ১৫ জন মৃত্যু করোনাতে । সূত্র : ইউরোপ বাংলা