স্পোর্টস ডেস্ক /S.H:
ফুটবলে আধিপত্য সবসময় ছিল ইউরোপিয়ানদের হাতে। আর এই আধিপত্যের মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বিচারের লড়াইটা বরাবরই উইরো কাপে। ২০২১ আসরের নক আউটের সর্বপ্রথম প্রথম টিকিট হাতে পেলো ইতালি। বৃহস্পতিবার রোমে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দারুণ ভাবে জয় নিশ্চিত করেন ইতালি এবং তার সাথে নিশ্চিত করলো ইউরো আসরের দ্বিতীয় রাউন্ড।
টানা দুই ম্যাচে জয় লাভ করে ইউরোর “এ” গ্রুপে সর্বাধিক পয়েন্ট নিয়ে নক আউটে প্রথম দেশ ইতালি। ১৭ জুন রাত একটায় রোমে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন ইতালি। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সুইসরা পাত্তাই পায়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানদের কাছে। ম্যাচের প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের জালে বল পাঠান ইতালি অধিনায়ক জর্জো কিয়েল্লিনি। কিন্তু বল হাতে লাগায় গোলটি বাতিল করেন রেফারি। তবে এরপর অপেক্ষা বেশি করতে হয়নি জর্জোর দলকে। ২৬ মিনিটের মাথায় ইতালির হয়ে প্রথম গোলটি করেন লোকাতেল্লি। এরপর আরও কয়টি গোলের সুযোগ আসলেও তা কাজে লাগাতে সক্ষম হয়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর আবার মাঠে নেমে আক্রমণাত্মক খেলা খেলে নিজের দ্বিতীয় গোলটি করেন লোকাতেল্লি। ইতালির দ্বিতীয় গোলের পর ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সুইজারল্যান্ড। শেষার্ধে আবার বল জালে পাঠান ইতালিয়ান ফুটবলার ইম্মোবিল। সব মিলে দারুণ জয় দিয়ে মাঠ ছাড়েন ইতালি। আর এই জয় দিয়ে নক আউটে প্রথম দল হিসেবে জায়গা করে নেন এবারের আসরের সব চেয়ে শক্তিশালী দল ইতালি। আর আগে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরোর যাত্রা শুরু করেন ইতালি।