প্রতি বছরের মতো এবারও ইউনেসকোতে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) আয়োজন করা হয়েছে বিশেষ অধিবেশন।
অনুষ্ঠানে উপস্থিত আছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক শাখা ইউনেসকো প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য রাষ্ট্র। ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার ইউনেসকো কমিশন গঠন করে।
১৯৯৯ সালে প্যারিস অধিবেশনে ১৮৮ দেশের সম্মতিতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর ইউনেসকো সদর দপ্তর প্যারিসে মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন