ডিবিএন ডেস্কঃ ইউক্রেন থেকে ৫ বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফিরেছেন। কিয়েভ থেকে রুমানিয়া হয়ে তারা আশ্রয় নিয়েছিলেন পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে। এরপর নিরাপদে দেশে ফিরতে পারায় বাংলাদেশ সরকারকে তারা ধন্যবাদ জানান। দেশে ফেরত আসা পাঁচ শিক্ষার্থীই ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করতেন।
আজ সোমবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইউক্রেন থেকে পোল্যান্ড হয়ে দেশে ফেরেন তারা।
কিয়েভ বোগামলেটস ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী দেবব্রত সুষ্ময় বলেন, আমরা যখন হোস্টেলে ছিলাম তখন সেখানে বোমা বারুদ, মিসাইল পড়ছিলো ও রকেট হামলা হচ্ছিলো। আমরা শুধু শব্দ শুনছিলাম কারণ আমরা তখন বাইরে বের হতে পারিনি। প্রথমে আমরা ট্রেনে করে লাবিব আসছি, তারপর কিছুদূর গাড়িতে গেছি, আবার কিছুদূর হেটে বর্ডারে আসছি। পোলান্ডে যে অ্যাম্বাসিডর আছে সেখান থেকে আসছি। তাদের সহযোগিতা পেয়েছি। তারা সবসময় আমাদের খোঁজ খবর রেখেছে। তাদের কাছে যখনই ফোন দিয়েছি তারা ফোন ধরেছে।
যুদ্ধের ভয়াবহতার মাঝেও নিরাপদে দেশে ফেরত আসতে পারায় ধন্যবাদ জানান পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস কর্মকর্তাদের তিনি।