ডিবিএন ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে এখন প্রথমবারের মতো প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে। ২০১৪ সালের পর এই দাম সর্বোচ্চ।
বৃহস্পতিবার এক ভাষণে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর এ ঘোষণা দেন পুতিন। ভাষণে পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনাসদস্য রয়েছেন তারা অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান।
তিনি বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। কোনো রক্তপাত হলে তার জন্য তারাই (ইউক্রেন) দায়ি হবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, হামলার খবরে ৭ বছরের বেশি সময় পর আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। একইসাথে এশিয়ান স্টক মার্কেটে ২-৩ শতাংশ লেনদেন কমেছে।
বিবিসির এশিয়ার বিজনেস করেসপন্ডেন্ট ম্যারিকো ওই বলছেন, এখন যেখানে নিরাপদ মনে করছেন, সেখানে যাচ্ছেন বিনিয়োগকারীরা। গত এক বছরের মধ্যে সোনার দাম এখন সর্বোচ্চ। এ ছাড়া মার্কিন ডলার ও জাপানি ইয়েনের দামও বাড়ছে।
এর আগে গত সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশকে রাশিয়া রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯৯ দশমিক ৩৮ মার্কিন ডলারে উঠেছিল।
উল্লেখ্য, সৌদি আরবের পর অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশও রাশিয়া।