সম্প্রতি অনলাইনে পেন্টাগনের কয়েক ডজন গোপন নথি ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। ওইসব গোপন নথিতে দেখা গেছে, ইউক্রেনের অভ্যন্তরে বিভিন্ন পশ্চিমা দেশ তাদের স্পেশাল ফোর্স মোতায়েন করেছে। খবর-বিবিসির।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে একটি নথি ২৩ মার্চের। ঐ নথিতে উল্লেখ আছে ইউক্রেনে যুক্তরাজ্যের ৫০ জন, লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫ জন, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডস স্পেশাল ফোর্সের ১ জন সদস্য অবস্থান করছে। স্পেশাল ফোর্সের ৯৭ জন সদস্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে এই সেনারা ইউক্রেনের কোন অঞ্চলে অবস্থান করছে তা নথিতে উল্লেখ নেই।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে, ইউক্রেনে নিজেদের স্পেশাল ফোর্সের ৫০ জন সেনা থাকার বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য। তবে দেশটি জানিয়েছে, যেসব গোপন নথি ফাঁস হয়েছে সেগুলো দেখে বোঝা যায়, ‘এগুলো মারাত্মক ভুল’ তথ্য।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নথিগুলো আসল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বলা হচ্ছে, এসব নথির কিছু অংশ কাঁটছাট করা হয়েছে।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি