আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনাদের পাল্টা হামলা অব্যাহত রাখতে আরো অস্ত্র দেয়ার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সম্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আগামী কয়েকদিনের মধ্যে আপনারা আরো অস্ত্রের চালান দেখতে পাবেন। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর আমেরিকা ইউক্রেনেকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করার আশ্বাস দিয়েছিল, তারই অংশ হিসেবে এ সমস্ত অস্ত্র পাঠানো হচ্ছে।
এদিকে ইউক্রেনের পাল্টা হামলার ব্যাপারে তিনি আশাবাদী কথাবার্তা বললেও সাংবাদিকদের সতর্ক করে বলেন, রাশিয়ার সামরিক সক্ষমতা সম্পর্কে আপনারা সজাগ দৃষ্টি রাখুন। এখনো বড় রকমের ক্ষতি করে দেয়ার ক্ষমতা তাদের রয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার সামরিক অভিযান শুরু পর থেকে এ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে ১,৩০০ কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সহায়তা দিয়েছে। এরপর সময় সময়ে শক্তিশালী অস্ত্র এবং তা সরবরাহের পরিমাণ বাড়ানো হয়েছে।