আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দোনবাস অঞ্চলের লিমান শহর এখন রাশিয়ার নিয়ন্ত্রণে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্থানীয় সময় গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দোনবাস অঞ্চলের লিমান শহরটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। শহরটি বর্তমানে রুশ সেনারা এবং ওই অঞ্চলের রুশপন্থী যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে। লিমান শহরটি ‘রেলওয়ে হাব’ হিসেবে পরিচিত। গত কয়েকদিনের লড়াই শেষে রুশ সেনা ও রুশপন্থী গেরিলারা শহরটি দখলে নিতে সক্ষম হলো।
প্রসঙ্গত, ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে দোনবাস অঞ্চল গঠিত। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে থেকেই এই দুই অঞ্চলের বেশিরভাগ এলাকাতেই রুশপন্থী স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণ ছিল। এখন রাশিয়া যে অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে চাইছে লিমান শহর তারই একটি।
উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং তার আশপাশে বেশকিছু দিন অভিযান চালিয়ে এখন দোনবাস এলাকায় নজর দিয়েছে।