আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে এই অঙ্গীকারের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেরাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছে মস্কোর নেই তবে পশ্চিমা দেশগুলো দিন দিন যেভাবে ইউক্রেন ইসুতে রাশিয়ার বিরুদ্ধে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে তাতে রাশিয়া ঠিকই জবাব দেবে।
রিয়াবকভ আরো বলেন, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি এবং আশা করছি যে সংঘাত বাড়িয়ে তোলার ঝুঁকি কতটা বিপজ্জনক হতে পারে পশ্চিমা বন্ধুরা তা বুঝতে সক্ষম হবে। পশ্চিমাদের এ ধরনের তৎপরতার পর্যাপ্ত জবাব দেয়া হবে।
এর আগে, গত সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি ইউক্রেনকে উন্নত ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার অঙ্গীকার করেন। হোয়াইট হাউজও এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।