রাশিয়ার সেনাবাহিনীকে প্রতিহত করতে ট্যাংকের পাশাপাশি যুদ্ধ বিমানও চেয়েছে ইউক্রেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তারা ইউক্রেনকে যুদ্ধবিমান দেবেন না। গতকাল সোমবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের আগে জার্মানিও ইউক্রেনে যুদ্ধ বিমান না দেওয়ার কথা জানায়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে, আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্ণ হবে। ওই সময়ে ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ডে যেতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনের পাশে আছে- এমন বার্তাই তার এ সফরের লক্ষ্য।
পোল্যান্ড সফরের ব্যাপারে জিজ্ঞেস করা হলে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তিনি কখন পোল্যান্ডে যাবেন এখনো ঠিক হয় নি।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন