এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ট্যাংক পাঠাবার কথা ঘোষণা করেছেন। এর আগে জার্মান চ্যান্সেলর শলৎস ইউক্রেনকে ট্যাংক পাঠাবার কথা ঘোষণা করেছিলেন।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তারা ৩১টি অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক আবরাম ট্যাংক ইউক্রেনকে দেবেন। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, এটাই বিশ্বের সবচেয়ে ভালো ট্যাংক। গত বছর মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য ১০০ বিলিয়ন ডলারের সামরিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছিল। সেই অর্থ দিয়েই এই ট্যাংক ও অন্য সামরিক সামগ্রী পাঠানো হবে।
জার্মানির চ্যান্সেলর শলৎস জানান, জার্মানি ইউক্রেনকে ১৪টি লিওপার্ড ট্যাংক দেবে। পার্লামেন্টে শলৎস বলেন, তিনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তাদের যুদ্ধজয়ের পথে খুবই গুরুত্বপূর্ণ এই দুই ঘোষণা। ইউক্রেনে প্রেসিডেন্টের প্রশাসনিক অফিস থেকে বলা হয়, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন অত্যাধুনিক ট্যাংক পাওয়ার জন্য জার্মানিকে চাপ দিচ্ছিল।
অন্যদিকে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র থেকে একটি ট্যাংকও যদি ইউক্রেন পৌঁছায়, তাহলে তাকে উসকানি হিসেবেই দেখা হবে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান