স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড সফরে টানা দুই টেস্ট হারা নিউজিল্যান্ডের জন্য এলো দুঃসংবাদ। টেস্ট হারের দিনে জোড়া ইনজুরির ধাক্কা কিউই শিবিরে। ফাস্ট বোলিং অলরাউন্ডার কাইল জেমিসন ও উইকেটকিপার ব্যাটার ক্যাম ফ্লেচার ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন সিরিজ থেকে। একদিকে কোমরের ইনজুরিতে ভুগছেন জেমিসন এবং অন্যদিকে ফ্লেচার ‘গ্রেড টু’ হ্যামস্ট্রিংয়ের টানজনিত ইনজুরিতে পড়েছেন।
জানা যায়, ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয়তম দিনে বোলিং করার সময় এই ইনজুরিতে পড়েন জেমিসন। যার কারণে ম্যাচের বাকি সময়ে তাকে আর মাঠে দেখা যায়নি। শুধু দ্বিতীয় ইনিংসে সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যাটিং করতে নেমেছিলেন তিনি। তাকে দেশে ফেরত পাঠানোর চিন্তাভাবনা চলছে এবং ৪/৫ সপ্তাহের বিশ্রাম শেষে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। সেপ্টেম্বর কিংবা অক্টোবরে তিনি ফের ক্রিকেটে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে জেমিসনের জায়গায় দলে ডাক পেয়েছেন ব্লিয়ার টিকনার। আগামী সপ্তাহে লিডসে তৃতীয় টেস্টের আগেই তিনি যুক্তরাজ্যে পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেনবলে জানানো হয়। অন্যদিকে ফ্লেচারের বদলি হিসেবে প্রথমবারের জন্য টেস্ট দলে ডাক পেয়েছেন ড্যান ক্লেভার। ট্রেন্ট ব্রিজ টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। দলের তরফ থেকে জানানো হয়েছে তার সেরে উঠতে আরো ছয় থেকে আট সপ্তাহ লাগবে।
কিউইদের কোচ গ্যারি স্টিড দলের খেলোয়াড়ের এমন ইনজুরির কারণে ছিটকে যাওয়া নিয়ে বলেন, সফরের শুরুতেই এভাবে ইনজুরিতে খেলোয়াড়দের ছিটকে পড়া দেখাটা সবসময়ই দুঃখজনক। লর্ডসে প্রথম টেস্টে জেমিসন বড় ভূমিকা পালন করেছেন এবং আমি জানি দ্বিতীয় টেস্টে তার ভূমিকা সীমিত হয়ে পড়ায় সে কতটা হতাশ ছিল।
উল্লেখ্য, লর্ডসে প্রথম টেস্টে এগিয়ে থেকেও নিউজিল্যান্ডকে জো রুটের দুর্দান্ত ব্যাটিংয়ে হার মানতে হয়। আবার একই ফল আসে দ্বিতীয় টেস্টে। পঞ্চম দিনে ২৯৯ রানের লক্ষ্য তাড়া করে বেয়ারস্টোর মাত্র ৯২ বলে ১৩৬ রানের অনবদ্য ইনিংস ও অধিনায়ক বেন স্টোকসের ৭০ বলে অপরাজিত ৭৫ রানে ভর করে অবিশ্বাস্য জয় পায় ইংল্যান্ড।