আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে বিকেল তিনটায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি শুরুর আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে টি-টোয়েন্টিতে থ্রি লায়নসদের সঙ্গে টাইগারদের অভিজ্ঞতা বলতে সর্বসাকুল্যে একটিমাত্র ম্যাচ। দুই দেশের মধ্যে প্রথম সিরিজটি স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই সাগরিকায় প্রথম ম্যাচে টস জিতেই ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মাত্র ১ বার মুখোমুখি হয়েছে দুই দল। ২০২১ সালের আরব আমিরাত বিশ্বকাপে সেই ম্যাচে টাইগারদের ৮ উইকেটে হারিয়েছিলো ইংলিশরা। দুই দলের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক সিরিজটি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলা উপহার দিয়ে স্মরণীয় করে রাখিতে চায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এই সিরিজ দিয়ে আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করতে চান এই লঙ্কান কোচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭০ ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড। যেখানে ৯২ ম্যাচে জিতেছে ইংলিশরা, হেরেছে ৭২টিতে। অন্যদিকে বাংলাদেশ ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৪৯ জয়ের বিপরীতে হেরেছে ৯২টিতে। তবে গোল বলের খেলা ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, তারাই শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়বে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন