বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড।
বুধবার (২৬ অক্টোবর) টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংরেজ অধিনায়ক বাটলার। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারায় ইংল্যান্ড।
অন্যদিকে আইরিশরা সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয় স্বীকার করেছে ৯ উইকেটে। সেমিফাইনাল খেলার জন্য আজ ইংল্যান্ডের জয় প্রয়োজন।
অন্যদিকে লড়াইয়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই আইরিশদেরও।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।
আয়ারল্যান্ডের একাদশ: পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল।