আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের ২৭টি জেলায় বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন রাজ্যটিতে অবিরাম বর্ষণে ভূমিধসের কারনে এই ঘটনা ঘটেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নগাঁও জেলায় প্রায় ২ লাখ ৮৮ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কাচাড়ে ১ লাখ ১৯ হাজার মানুষ, হোজাইতে ১ লাখ সাত হাজার মানুষ, দারাংয়ে ৬০ হাজার ৫৬২ জন, বিশ্বনাথে ২৭ হাজার ২৮২ জন ও উদালগুড়ি জেলায় ১৯ হাজার ৭৫৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল বুধবার আসামের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আরও একজনের প্রাণহানি ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্য সরকার বন্যা কবলিত জেলাগুলোতে ১৫০ কোটি রুপি ছাড় করেছে। এছাড়া বন্যা ত্রাণ ব্যবস্থার অংশ হিসেবে কেন্দ্র রাজ্যের জন্য এক হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে বলেও তিনি জানান।
এদিকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ চালু রাখতে এবং যোগাযোগের পথগুলো পুনরুদ্ধার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আসামকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গুয়াহাটি আবহাওয়া দপ্তর আগামী ৪ দিনে গোটা অঞ্চলে ব্যাপক বৃষ্টির সতর্কতা জারি করেছে।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /মাহমুদা ইয়াসমিন