আসামে বন্যায় ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই। দীর্ঘসময় পার হলেও সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো ঈঙ্গিত নেই। বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটি।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যটিতে বন্যায় বিপর্যস্ত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে রাজ্যটির কাচার, বরপেটা, কামরুপ, নাগাঁও, ধুবরি এবং বিশ্বনাথ জেলায়। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ধুবড়ী জেলার, সেখানে বন্যা আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪১ হাজার ১৮৬। এরপরে আছে কাছাড়, সেখানে বানে ভুগছেন ১ লাখ ৬০ হাজার ৮৮৯ জন এবং দরাংয়ে এই সংখ্যা ১ লাখ ৮ হাজার ১২৫ জন। বর্তমানে ১৮৯টি আশ্রয় কেন্দ্রে ৪১ হাজার ৫৯৬ মানুষ আছেন। এর বাইরে ১১০টি আশ্রয় কেন্দ্রে ৭২ হাজার ৮৪৭ জনকে খাবার দেওয়া হচ্ছে।
রাজ্য সরকার জানিয়েছে, উপদ্রুত এলাকায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে। তবে প্রতিকুল পরিস্থিতির কারণে ক্রমেই বিপর্যস্ত মানুষের কাছে সহায়তা পাঠানো কঠিন হয়ে উঠছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৫ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি