কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল বলেছেন‘ জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন বোর্ড যাচাই –বাছাই করে নৌকার প্রার্থী দিয়েছেন। আমরা যেহেতু দল করি,তাই দলের সিদ্ধান্ত আমাদেরকে মানতেই হবে। এখানে অন্য কোন চিন্তা করার সুযোগ নেই। গতবারের কোনো বিদ্রোহী প্রার্থীকেই এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ভূলক্রমে কোথাও দুই-একজনকে মনোনয়ন দেওয়া হলেও পরে তা পরিবর্তন করা হয়েছে।
চার ডিসেম্বর শনিবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বর্দ্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দলের কোনো কমিটিতে বিদ্রোহীদের আর স্থান না দিতে আমাদের কাছে নির্দেশনা এসেছে। যারা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হবেন, তারা আওয়ামী লীগের কাউন্সিলে কোনো পদে আসা তো দূরের কথা সদস্য পদ পর্যন্তও পাবেন না।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান বলেন, রাজনীতি এক দিনের নয়। এটা দীর্ঘ মেয়াদী একটা প্রক্রিয়া।এই প্রক্রিয়ার মধ্যে থেকেই রাজনীতি করে যেতে হবে। তাই বিদ্রোহী হয়ে নিজেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে ধ্বংস করবেন না। সকলের কাছে অনুরোধ ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করুন।
সভায় সভাপতিত্ব করেন ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-ষভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, সহ- সভাপতি মোঃগহের আলী, সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নিবাচনে ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সরকার দলীয় মনোনিত প্রার্থী নৌকা মার্কা (নৌকার মাঝি) মোঃ নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ও আহসান গঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, যুগ্ন –সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগ সভাপতি শেখ হাফিজুর রহমান হাফিজ,ভোঁপাড়া ইউনিয়ন যুব লীগ সভাপতি মোঃ জালাল আহম্মেদ টুকু, সাধারণ সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক সাংবাদিক আবু হান্নান খাঁনসহ অনেকে।