‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা গিয়েছিলেন তাঁর এক নারী ভক্ত। তার ছেলে এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। আবারও যেন একই ঘটনার পুনরাবৃত্তি! এবার দক্ষিণী তারকা রামচরণের সিনেমা মুক্তির প্রাক-অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত্যু হলো দুই ভক্তের।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) রাতে অন্ধ্র প্রদেশের রাজামহেন্দ্রভারমে অনুষ্ঠিত হয় রামচরণের আসন্ন ছবি ‘গেম চেঞ্জার’ মুক্তি উপলক্ষে একটি অনুষ্ঠান। সেখানে অভিনেতাকে দেখতে মানুষের ঢল নেমেছিল। অনুষ্ঠান শেষে আরাভা মণিকান্তা (২৩) ও থোকাড়া চরণ (২২) নামের দুই ভক্ত বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে তাঁদের বাইকের ধাক্কা লাগে। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
এদিকে, শোকপ্রকাশ করেছেন সিনেমাটির প্রযোজক দিল রাজু। দুই মৃতের পরিবারকে ১০ লাখ রুপি আর্থিক সাহায্য করেছেন তিনি।
এই প্রযোজক বলেন, ‘অনুষ্ঠানের পরই জানতে পেরেছি বিষয়টা। সেই জন্যই পবন কল্যাণ (মুখ্যমন্ত্রী) আমাকে জিজ্ঞেস করেছিলেন যে, এ রকম অনুষ্ঠানের আর কোনো বিকল্প আছে কিনা? কারণ তাঁর মনে হয়েছে, এত বড় জমজমাট অনুষ্ঠানের পরে যখন এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন সেটা ভীষণ দুঃখজনক। আসলে আমি আর রামচরণই এ রকম অনুষ্ঠানের জন্য জোর দিয়েছিলাম। সৃষ্টিকর্তার কাছে তাঁদের আত্মার শান্তি কামনা করি। যেকোনো রকম সাহায্যের জন্য দুই পরিবারের পাশেই থাকব। ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ৫ লাখ করে টাকা পাঠিয়েছি।’
আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের রেশ এখনও শেষ হয় নি। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি প্রতি রবিবার এখন থেকে থানায় হাজিরা দিতে হবে ‘পুষ্পা’কে। সেই আইনি জটিলতার মাঝেই এবার রামচরণের ‘গেম চেঞ্জার’ কাণ্ড।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম