চীনা শিল্পপতি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা ডট কম-এর প্রতিষ্ঠাতা জ্যাক মা’র খোঁজ পাওয়া যাচ্ছেনা। বর্তমানে তিনি নিখোঁজ। গেলো দুই মাসে একবারের জন্যও জনসম্মুখে আসেননি জ্যাক মা। হঠাৎ তার এই তিরোধান নিয়ে তোলপাড় এখন বিশ্ব গণমাধ্যম।
আলিবাবা ও অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ধনকুবের জ্যাক মা গত বছরের অক্টোবরে চীনা সরকার এবং চীনের ব্যাংকিং খাত নিয়ে সমালোচনা করেন। তারপর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
এদিকে,নভেম্বরে নিজের চালু করা টিভি রিয়্যালিটি শো এর ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত হওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন না তিনি। অনুষ্ঠানটির ওয়েব পেইজ ও প্রচারণা ভিডিও থেকেও সরিয়ে ফেলা হয় তার ছবি। এরপরই শুরু হয় গুঞ্জন।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও গত দুইমাসে কিছু পোস্ট করেন নি তিনি। জ্যাক মা’র নিঁখোজ হওয়ার সাথে চীনা সরকারের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা নিয়ে আশঙ্কা করছেন অনেকেই।
জ্যাকের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইতোমধ্যেই শুরু হয়েছে রাষ্ট্রীয় তদন্ত। তার ৩৭ বিলিয়ন ডলারের আইপিও স্থগিত করেছে সাংহাই স্টক এক্সচেঞ্জ।
এছাড়া ডিসেম্বরে (২০২০) আলিবাবার বিরুদ্ধে তদন্ত শুরু করে চীনা নিয়ন্ত্রক সংস্থা। গত সপ্তাহে দেশটির বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম আলিপে’র মালিক অ্যান্ট গ্রুপের কর্পোরেট কার্যক্রম সঠিক নয় দাবি করে তা বন্ধের নির্দেশ দেয় চীন সরকার। সাথে তার বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।