কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যাক্তিদের স্মরনে আর্ন্তজাতিক গুম দিবস (৩০ আগস্ট) কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় সড়কে ঘন্টাব্যাপিএ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ আলী সরকার, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মাহবুবার রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান খলিল, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব আরমান হোসেন, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ গুম হওয়া ব্যাক্তিদের পরিবারের কাছে ফেরত দেওয়া সহ গুম হওয়া বিষয়ে সঠিক তদন্তের দাবি জানান।