লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। চার ম্যাচে জিতেছে মাত্র দুইটিতে। আগামী ১৭ ও ২২ নভেম্বর আরও দুইটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ কলোম্বিয়া ও আর্জেন্টিনা।
ফিফা ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আগামী ২২ নভেম্বর মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। সেই ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পাশাপাশি মেসির পায়ের জাদু দেখার অপেক্ষায় ফুটবল সমর্থকরা। ব্রাজিলের মারাকানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি। এ ছাড়া আগামী ১৭ নভেম্বর সেলেসাওদের প্রতিপক্ষ কলোম্বিয়া।
তবে এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ। সেলেসাওদের বড় দুশ্চিন্তার নাম ফুটবলারদের চোট। নেইমার জুনিয়র ও মিডফিল্ডার ক্যাসেমিরোর পর ইনজুরিতে পড়েছেন দলটির গোলরক্ষক এডারসন মোয়ারেস। যে কারণে আসন্ন এই দুই ম্যাচে খেলা হচ্ছে না ম্যানচেস্টার সিটির এই গোলকিপারের। চেলসি ও সিটির মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি।
চোটের কারণে ক্যাম্পে যোগ দিচ্ছে না ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। তার পরিবর্তে বেন্তোকে ডাকা হয়েছে।
এদিকে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে সেলেসাওরা। নেইমার ও ক্যাসেমিরো না থাকলেও বেশ কিছু চমক আছে ঘোষিত স্কোয়াডে। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ডগলাস লুইস, পেপে, জোয়াও পেদ্রো, এন্দ্রিক ও পাওলিনিয়ো।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ব্রাজিলের ৭ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম