ইউরো বাছাইপর্বকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইতালি। ৩০ সদস্যের দলে বড় চমক আর্জেন্টিনার মাতেও রেতেগুই। ইতালির কোচ রবার্তো মানচিনি তাকে রেখেই ইউরোর বছাইপর্বের জন্য নিজেদের দল ঘোষণা করে।
আর্জেন্টিনার এই ফরোয়ার্ড দেশটির সান ফের্নান্দোতে জন্মগ্রহণ করেন। রিভার প্লেটের জার্সিতে প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। বর্তমানে ধারে খেলছেন বুয়েন্স এইরেস ভিত্তিক ক্লাব অ্যাটলেটিকো টাইগ্রের হয়ে। মাতেও আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন।
মাতেওর নানাবাড়ি ইতালি হওয়ার সুবাদে তিনি ইতালিরও নাগরিকত্ব পান। ২০২৩ সালে জানা যায় তিনি ইতালির হয়ে খেলার জন্য উন্মুক্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে মানচিনি আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে ঘোষিত দলে সুযোগ দেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাতেওকে দলে নেওয়ার ব্যাপারে মানচিনি বলেন, ‘আমরা তার ওপর নজর রাখছিলাম। সে আর্জেন্টিনার লিগে দুই মৌসুম ধরে নিয়মিত খেলছে। তার মধ্যে সেই কোয়ালিটি আছে যেটাতে আমাদের ঘাটতি রয়েছে।’
ইতালি দল
গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুমা, ভ্লাদিমিরো ফ্যালকোন, অ্যালেক্স মেরেট ও ইভান প্রোভেদেল।
ডিফেন্ডার: ফ্রান্সেস্কো অ্যাসারবি, লিওনার্দো বোনুচ্চি, আলেসান্দ্রো বুওঙ্গিওরনো, মাত্তেও ডারমিয়ান, জিওভানি ডি লরেঞ্জো, ফেদেরিকো দিমারকো, অ্যালেসিও রোমাগনোলি, জর্জিও স্কালভিনি, লিওনার্দো স্পিনাজোলা ও রাফায়েল তোলোই।
মিডফিল্ডার: নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্টান্তে, ডেভিড ফ্রাত্তেসি, জরগিনহো, লরেঞ্জো পেলেগ্রিনি, মাত্তেও পেসিনা, সান্দ্রো টোনালি ও মার্কো ভেরাত্তি।
ফরোয়ার্ড: ডোমেনিকো বেরার্ডি, ফেদেরিকো চিয়েসা, উইলফ্রেড গনোন্টো, ভিনসেঞ্জো গ্রিফো, সিমোনে পাফুন্ডি, মাত্তেও পলিটানো, মাতেও রেতেগুই ও জিয়ানলুকা স্কামাক্কা।