রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে গতকাল বুধবার বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার পরিচয় কী- তা নিয়ে চলছে আলোচনা।
এদিকে ওই আর্জেন্টিনার জার্সি গায়ে এবং হাতে শটগান থাকা ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সংবাদকর্মীদের বলেন, ওই ব্যক্তিকে এখনো চিহ্নিত করা যায়নি। তার খোঁজ করা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আজেন্টিনার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ও আতঙ্ক কাজ করছে। বিশ্বকাপের আমেজে আর্জেন্টিনার জার্সি গায়ে রাজধানীর সড়কে ঘুরতে ভয় পাচ্ছেন অনেক সমর্থক।
তারা বলছেন, নয়া পল্টনে মেসিদের জার্সি গায়ে শটগানওয়ালাকে পুলিম খোঁজছে। এমতাবস্থায় পুলিশের জেরার মুখে পড়তে হয় কিনা এসব আতঙ্ক কাজ করছে।
আর্জেন্টিনার সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে, পরিস্থিতি বিবেচনায় আপাতত কয়েকদিন আর্জেন্টিনার জার্সি গায়ে তুলবেন না। যেহেতু দেশে এই জার্সি গায়ে এক অপরাধী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সর্বত্র আলোচনা-সমালোচনা চলছে।
আর্জেন্টিনা ফুটবলের সমর্থক ইয়াসির আরাফাত বলেন, নয়াপল্টনের ঘটনার ব্যক্তিটি বিশ্বকাপের আমেজটাই নষ্ট করে দিয়েছে। মেসি ভক্তদের বড় একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আগের মত এখন কেউ আর্জেন্টিনার জার্সি গায়ে নয়াপল্টন এমনকি রাজধানীর সড়ক দিয়ে হাটতেও দ্বিধাবোধ করবে।