দ্বিতীয়ার্ধে কিছুই করল না কলম্বিয়া, শুধুমাত্র দুইটা গোল ছাড়া। অবশ্য আর কিছু করার দরকারই বা কি! তিন পয়েন্ট পেতে এটুকুই তো যথেষ্ট। খেলা যা দেখানোর তা তো প্রথমার্ধেই দেখিয়েছে। প্রথমার্ধের পুরোটা সময় আর্জেন্টিনাকে কোণঠাসা করে রাখলেও গোলের দেখা পায়নি। আর দ্বিতীয়ার্ধের শুরু থেকে শেষ পর্যন্ত খেলা দেখালো আর্জেন্টিনা। ৪৬ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়াকে তুলে ডি পলকে নামানোর পরই বদলে যায় আর্জেন্টিনার খেলা। কিন্তু রক্ষণ সামলাতে সামলাতে দিশেহারা কলম্বিয়া শেষ দিকে দুই গোল করে হিসেবটাই পাল্টে দেয়।
৭০ মিনিটে রজার মার্টিনেজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ডান প্রান্তে লম্বা পাস ধরে বক্সের মুখে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে জড়ান তিনি। ৮৬ মিনিটে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডুয়ান সাপাতা। আর তাতেই ২-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের। দুই গোল হজম করার পরেও বেশ কিছু ভালো আক্রমণ তৈরি করেছিলেন মেসিরা। কিন্তু সেগুলো জালের দেখা পায়নি।