এবার কাতার বিশ্বকাপে সবচেয়ে আবেদনময়ী হিসেবে পরিচিতি পেয়েছেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নোল। রক্ষণশীল কাতারের নির্দেশনা অমান্য করে তিনি প্রকাশ্যে এসেছেন খোলামেলা পোশাক পরে। স্টেডিয়ামে সেই পোশাকে হাজির হয়েছেন তিনি।
অনেকেই বলেছেন, তিনি কাতারে পোশাকের শালীনতার প্রতি অসম্মান দেখিয়েছেন। আলোচনা-সমালোচনা বা শাস্তির হুমকি থাকলেও তিনি পোশাকের রীতি পরিবর্তন করেননি। তবে এ নিয়ম ভঙ্গে এবং বিশ্বে আলোড়ন ঘটায় তাকে স্থির করতে এবার তৎপর হয়েছে কাতার কর্তৃপক্ষ।
আর ঘটনাটি ঘটেছে (৯ ডিসেম্বর) ক্রোয়েশিয়া বনাম ব্রাজিলের হাইভোল্টেজ ম্যাচের দিনেই।
এ দিন স্টেডিয়ামে স্বল্পবসন নিয়ে বেশ বিপাকে পড়েন সাবেক মিস ক্রোয়েশিয়া। স্টেডিয়ামে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন, এমনকি ভক্তদের সঙ্গে ছবি তুলতেও দেওয়া হয়নি।
এ জন্য এখন মাঠের বাইরেই তিনি ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন, আবার ঘুরে বেড়াচ্ছেন কাতার শহরে। স্টেডিয়ামের ভেতরের কাণ্ডে তিনি বেশ বিরক্ত।
এদিকে এই ক্রোয়েশিয়ান সুন্দরী লেগেছেন আর্জেন্টিনা ফুটবল দলের পেছনে।
১৩ ডিসেম্বর রাত ১টায় আর্জেন্টিনা ফুটবল দল মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই ম্যাচেই জিতলেই ফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনার। কিন্তু এমনটা মোটেই চাইছেন না ইভানা। ফাইনালে ক্রোয়েশিয়াকে দেখতে চাচ্ছেন তিনি। নিজের সেই মত প্রকাশ করছেন সামাজিকমাধ্যমে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
ইভানা আজকের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টিনা ও ক্রোয়াশিয়ার জার্সি পরা দুই তরুণ ঘণ্টা হাতে দাঁড়িয়ে। আর ইভানার কিক করা বল ভেদ করছে নিখুঁত নিশানা। ভিডিওটির শেষ অংশে লেখা, ‘ক্রোয়াশিয়া জিতবে শিওর।’ ক্যাপশনে লিখেছেন, ‘আর্জেন্টিনা ও ক্রোয়াশিয়ার সেমিফাইনালে আমার ভবিষ্যদ্বাণী।’
পাশাপাশি ক্রোয়েশিয়া ফুটবল দলকে উদ্বুদ্ধ করতে নিজের সামাজিকমাধ্যমে সরব রয়েছেন ইভানা। নিয়মিত টিপ্পনী কেটে চলেছেন মেসিদের। বিভিন্ন সময় কটাক্ষ করে বেড়াচ্ছেন তিনি। দেখাচ্ছেন গোলের ভয়।
প্রসঙ্গত, সাধারণত বিশ্বকাপ ফুটবলে আবেদনময়ী, বিশেষ করে যৌন আবেদনময়ী, নিষিদ্ধ ব্যবসার সঙ্গে জড়িত যুবতীদের রমরমা অবস্থা থাকে। কিন্তু এবারের বিশ্বকাপ চলছে রক্ষণশীল কাতারে। সেখানে নগ্নতা, মদ, অসামাজিকতা নিষিদ্ধ।
নারীদেরকে মর্যাদা রক্ষা করে পোশাক পরতে পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে ইংল্যান্ডসহ সব দেশের খেলোয়াড়দের স্ত্রী অথবা প্রেমিকা কাতারে রয়েছেন শালীন পোশাকে। কীভাবে এমন পোশাক পরতে হয়, কী ধরনের পোশাক পরলে শালীনতা রক্ষা হয়, এ জন্য তারা বিশেষজ্ঞদের সহায়তা নিয়েছেন বা নিচ্ছেন।
কিন্তু কোনো বিধিনিষেধের ধার ধারেননি ইভানা নোল। তিনি খোলামেলা পোশাকে উপস্থিত হয়ে ফুটবল ভক্তদের, বিশেষ করে পশ্চিমা ফুটবল ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছেন। তারাই তাকে এবার বিশ্বকাপের সবচেয়ে ‘সেক্সিয়েস্ট ফ্যান’ হিসেবে অভিহিত করেছেন।