গরমে নাজেহাল রাজধানীবাসী। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধসহ অনেকেই। এদিকে গভীর বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আভাস রয়েছে গরম আরো বাড়ারও।
ঢাকাসহ আশপাশে দাবদাহ কমলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নেই বৃষ্টির সম্ভাবনাও। এদিকে, শুক্রবার রাত থেকে গভীর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ৪টি সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে দেশের বরেন্দ্র অঞ্চল রাজশাহীতে। গরমে স্বাভাবিক কাজ করতে পারছেন না শ্রমজীবী মানুষ। এক পসলা বৃষ্টির পানে চেয়ে আছেন সবাই। স্থানীয় আবহাওয়া অফিস রোববার জেলায় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে চিহ্নিত করা করা হয়েছে।
চুয়াডাঙ্গায় রোববার দুপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী দু’এক দিন তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।