বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক মো. মুর্শিদ আলম হোসাইনকে গত আগস্ট মাসের ১৭ তারিখে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করেন প্রধান শিক্ষক।
তার বিরুদ্ধে ছাত্রীকে কু-প্রস্তাব,উত্যক্ত করা ও স্ত্রীর অভিযোগ দেখিয়ে সাময়িক বহিষ্কার করানো হয়।
এব্যাপারে মো. মুর্শিদ আলম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে লিপিবদ্ধ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। একটি কুচক্রী মহল আমার সম্মান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে প্রতিনিয়ত।
তিনি আরো বলেন, আমি দীর্ঘ ২৮ বছর শিক্ষকতা করেছি সুনামের সঙ্গে। কখনো অন্যায় কাজ করিনি। আজ জীবনের শেষ পর্যায়ে এসে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আমি বাঞ্ছারামপুরের মাটিও মানুষের নেতা ড.ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপির দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমাকে পুনরায় চাকুরীতে বহাল করার ব্যবস্থা করে দেন।