প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নয়নের এই ধারা যেন প্রজন্ম থেকে প্রজন্ম বজায় থাকে সেজন্য সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।
শনিবার (২৫ মে) বিকেলে গণভবনে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু নয়। ক্ষমতা আমার কাছে মানুষের সেবা করার একটা সুযোগ। আর সেই কথা চিন্তা করেই আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। যার ফল দেশের মানুষের কাছে পৌঁছচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আজ দেশের ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে। দারিদ্রের হার ২০০৯তে পেয়েছিলাম ৪১ ভাগ, আজকে তা আমরা ২১ ভাগে নামিয়ে এনেছি। হত দরিদ্রের হার আমরা ১১ ভাগে নামিয়ে এনেছি। এক সময় বাংলাদেশে আর দরিদ্র থাককে না।’
সুত্র : সময় নিউজ