আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, “আমাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকা বিরোধীদলকে লেলিয়ে দিয়েছে এবং এর অংশ হিসেবে জাতীয় সংসদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। পাকিস্তানে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে আমেরিকা।”
স্থানীয় সময় গতকাল শনিবার পাকিস্তানে কর্মরত একদল বিদেশি সাংবাদিকের সঙ্গে আলাপের সময় ইমরান খান এসব কথা বলেন।
এর মাত্র কিছুদিন আগে তিনি কোন দেশের নাম উল্লেখ না করে অভিযোগ করেছিলেন যে, একটি বিদেশি শক্তি তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি তখন স্পষ্টত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছিলেন।
প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমেরিকার পদক্ষেপ পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে মারাত্মকভাবে হস্তক্ষেপ। আজ পাকিস্তানের জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। তার আগ মুহূর্তে ইমরান খান তাকে উৎখাত করার জন্য সরাসরি আমেরিকার বিরুদ্ধে অভিযোগ আনলেন। তিনি বলেন, পাকিস্তানে সরকার পরিবর্তনের জন্য আমেরিকা অর্থের জোগান দিচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তান যদিও সব সময় আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করেছে তবে ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব তৈরি হয়। ইমরান খান বলছেন, আমেরিকার বেশ কিছু দাবি মেনে না নেয়ায় এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ফলে আমেরিকা ক্ষুব্ধ হয়ে তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করছে।