বরগুনার আমতলী উপজেলায় শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর বুধবার সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আবু যাহের আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু,আমতলী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, এ বছর আমতলী উপজেলায় ১৪ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। সভায় আইন শৃঙ্খলা, নিরাপত্তাসহ নির্বিঘ্নে পূজা উদযাপনের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি