বরগুনা আমতলীতে বারি চিনাবাদাম-১০ এর চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বেলা ১২ টায় আমতলী উপজেলার সদর ইউনিয়নের ফকিরবাড়ি গ্রামে বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) পটুয়াখালী, ইফাদ ও জিওবি প্রকল্পের অর্থায়নে, স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট, বারি অংগ ও সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে উচ্চ ফলনশীল ও পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী বারি চিনাবাদাম-১০ এর কার্যক্রমের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরেজমিন গবেষণা বিভাগ পটুয়াখালী বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.পরিমল চন্দ্র সরকার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বীজ প্রযুক্তি বিভাগ (বিএআরআই) গাজীপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম বদরুল আলম অতি: উপ পরিচালক বরগুনা।
বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ (বিএআরআই) পটুয়াখালী মো. মাইনুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা, মো. সাদিকুর রহমান বৈজ্ঞানিক কর্মকর্তা বীজ প্রযুক্তি বিভাগ গাজীপুর।
এছাড়াও, সমাবেশে অর্ধশতাধিক কৃষক-কৃষাণীসহ সংশ্লিষ্ট আরও বাহিরাগত কৃষক অংশগ্রহন করেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ সোহেপ