বরগুনার আমতলীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে লাল সবুজ মার্কেট প্লেসের নারী উদ্যোক্তাদের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২.৩০ মিনিটে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নুসরাত সুলতানা শারমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নাসরিন সিপু ও শিউলি মালা। প্রশিক্ষক হিসেবে ছিলেন মুক্তারানী। আরো উপস্থিত ছিলেন তথ্য সেবা সহকারী হাফসা বেগম ও উদ্যোক্তাবৃন্দ।
জাতীয় মহিলা সংস্থা,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আজকের নারী উদ্যোক্তা প্রশিক্ষণে আমতলীর ৫০জন নারী উদ্যোক্তা অংশে গ্রহণ করেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি