‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শনিবার ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
আমতলী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে।
জাতীয় সমবায় দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজদুর রহমানের সভাপেিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইছা, আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, কালের কন্ঠের আমতলী উপজেলা প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ ও পদ্মা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. মহবুব হোসেন প্রমুখ।
সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান ঘটখালী সোনালী বহুমুখী সমবায় সমিতি, জনসেবা ও ঋণদান সমবায় সমিতি, পদ্মা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির, নাগরিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, চন্দ্রা জলমহাল মৎস্যচাষ সমবায় সমিতি,দক্ষিণ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি ও রুপক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: নামে ৭টি প্রতিষ্ঠানকে সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়।
আজ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৪ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি