‘দশে মিলে করি কাজ, হারিজিতি অভয় আজ’ এ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে গুলিশাখালী ইউনিয়নের আমতলী পৌরশহরে বসবাসরত সকল নাগরিকদের নিয়ে “গুলিশাখালী নাগরিক ফোরাম” নামে এক সংগঠনের আত্মপ্রকাশ পেয়েছে।
এ সংগঠনের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা হিসেবে মোঃ শাহ আলম,মো. মাহবুব আলম রিপন ও শাহ মুহাম্মদ সুমন রশিদের উদ্দ্যোগে রবিবার সকাল ১০ টায় আমতলী একেস্কুল সংলগ্ন হলরুমে এক আলোচনা সভা শেষে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
এতে সভায় সভাপতিত্ব করেন মো:দেলোয়ার হোসেন খানঁ। এতে মো.নাসির উদ্দিন (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) আহবায়ক ও নাসির মাহমুদকে (শিক্ষক) সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এতে যুগ্ন আহবায়ক-মোঃ রিপন গাজী,
মোঃ দেলোয়ার হোসেন খানঁ, মোঃ মোশারেফ হোসেন মোল্লা, মো.শাহজাহান কবির, মোঃ শাহ আলম, মোঃ জহিরুল ইসলাম খান, মো:নজরুল ইসলাম মন্টু ও সদস্য-এস এম সুমন রশিদ, মো: মাহবুব আলম রিপন, মো: ওহিদুল ইসলাম ওহিদ মল্লিক, মো: কামরুজ্জামান কামাল।
এ সভায় উপস্থিত ছিলেন-মোঃ জব্বার ঘরামী, মো: মফিজ উদ্দিন ফকির, মো: ফারুক হাওলাদার, মো: জসিম উদ্দিন, মো: মিরাজ হোসেন, মো:আলাউদ্দিন, মো: আবু জাফর মাস্টার।
এতে বক্তারা এ সংগঠনের সকল সদস্যের ধন্যবাদ জানিয়ে নীতিগতদিক তুলে ধরেন। ভবিষ্যতে কোন দিনই যেন হলুদ সংগঠনে পরিনত না হয় এ নীতিগত কথা উল্লেখ করে সভা সমাপ্তি করেন।
আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১৯ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি