আমতলী উপজেলার টেপুরা গ্রামে দুর্বৃত্ত্বদের খাদ্যে দেয়া নেশাজাতীয় খাবার খেয়ে পাঁচ জন অসুস্থ্য হয়েছে। দ্রুত স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
জানাগেছে, উপজেলার টেপুরা গ্রামের তুষার প্যাদা মোটর সাইকেল চালিয়ে রাত ৯ টার বাড়ী ফিরে। ঘরে প্রবেশ করতে ঘরে থাকা পরিবারের সকাইকে দরজা খুলতে ডাকাডাকি করে কিন্তু তারা কোন সাড়া শব্দ দিচ্ছে না। পরে তিনি ঘরের দরজা খুলে দেখতে পান পরিবারের ৫ সদস্য সবাই অজ্ঞাণ অবস্থায় পড়ে আছে। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
অসুস্থ্যরা হলেন, পিয়ারা বেগম (৭০), রুবেল (৩০), মৌসুমী (২৫), লিমা (২৬) ও তাসমিম (১০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
তুষার প্যাদা বলেন, রাতের আধারে দুর্বৃত্ত¡রা ঘরের খাবারের সঙ্গে নেশা জাতীয় পদার্থ মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে ঘরের সবাই অজ্ঞাণ হয়ে পরেছে। তিনি আরো বলেন, শনিবার সকালে ওই খাবার একটি বিড়াল খেয়েছে। বিড়ালটি অসুস্থ্য হয়ে পরেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খাঁন বলেন, খাদ্যে নেশাজাতীয় খাবার খেয়ে সবাই অজ্ঞাণ হয়ে পরেছে। তাদের যথাযথ চিকিৎসা দিয়েছি। তারা হাসপাতালে ভর্তি আছেন।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)