ঘুর্ণিঝড় রিমেলের তান্ডবে বরগুনার আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া বাঁধ ভেঙ্গে যাওয়ায় ঐ ইউনিয়নের কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।
বঙ্গোপসাগর থেকে শুরু হওয়া দেশের বৃহত্তম নদী বুড়িশ্বর (পায়রা) পারের এ বাঁধটি ভেঙ্গে ঐ ইউনিয়নের কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যাওয়ায় এলাকার অধিকাংশ মানুষ বাড়ীঘর ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছেন।উপজেলা প্রশাসনের তরফ থেকে ঘূর্নিঝড়ের সার্বিক তদারকি করা হয়েছে। এলাকায় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার না থাকায় কিছু এলাকায় এমন ভোগান্তি হচ্ছে।
বাঁধ ভেঙ্গে যাওয়ার সংবাদ শুনে সাথে সাথে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্হ এলাকায় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন,পশরবুনিয়া বাঁধ ভেঙ্গে যাওয়ার সংবাদ পাওয়া মাত্রই আমাদের লোকজন সেখানে মেরামতের কাজ শুরু করেছে।
বাঁধ ভেঙ্গে যাওয়া বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন,উপজেলা প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি