আভা ফাউন্ডেশনের প্রজেক্ট আভা ইনইস্টিটিউট অব টেকনোলোজি কর্তৃক ৬ষ্ঠ ব্যাচেরে ৩ মাস মেয়াদী ফ্রী কম্পিউটার প্রশিক্ষন শুরু হয় আজ ১৩ই ডিসেম্বর ২০১৮,(বৃহস্পতিবার) বিকাল ৪ঃ৩০ থেকে। আভা ফাউন্ডেশেন দারিদ্র, গ্রামীন মানুষের জীবন যাত্রার এবং ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে, তারিই ধারাবাহিকতায় আভা ফাউন্ডেশনের একটি প্রজেক্ট আভা ইনইস্টিটিউট অব টেকনোলোজি আজ ১৩ ডিসেম্বর ২০১৮,(বৃহস্পতিবার) বিকাল ৪ঃ৩০ থেকে তাদের প্রধান অফিসে জাতীয় কবি কাজী নজ্রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ৩ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন শুরু, আভা ইনইস্টিটিউট অব টেকনোলোজি কর্তৃক এই পর্যন্ত প্রায় ৬০০ ছাত্রছাত্রীদের ফ্রী ৩ মাসের কোর্স কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়েছে। ত্রিশালের নামাপাড়া নজরুল জাদুঘরের পাশেই অবস্থিত আভা ফাউন্ডেশন। র্বতমানে সর্বস্তরে প্রযুক্তির ছোঁয়া লাগলেও গ্রামীন লেভেলের ছাত্রছাত্রীদের ভিতর তেমন ভাবে উন্নয়নের ছোঁয়া লাগে নাই, তাই ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত মান উন্নয়নের লক্ষ্যে আভা ইনইস্টিটিউট অব টেকনোলোজি তিন মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন দিয়ে থাকে, এই প্রশিক্ষনের মধ্যে অর্ন্তভুক্ত, বেসিক কম্পিউটার নলেজ, এম এস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এম এস এক্সেল, ডেটাবেস, কম্পিউটার নেটওয়াকিং এবং বেসিক লেভেলের ফোটোশপ শেখানো হয়। আভা ফাউন্ডেশন আভা ইনইস্টিটিউট অব টেকনোলোজি প্রজেক্ট এর পাশাপাশি Yummy Food for Everyone(YFE) নামের একটি প্রজেক্টে কাজ করে যাচ্ছে, যেখানে তারা প্রতি মাসে একদিন দুঃস্থ, বয়স্ক এবং শিশুদের মাঝে সুস্বাদু খাবার প্রদান করে থাকে। আভা ফাউন্ডেশনের পরিচালক শেখ সজিব বলেন আভা ফাউন্ডেশনে গ্রামীণ এবং সর্বস্তরের মানুষের মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, র্বতমানে আভা ফাউন্ডেশন ২ টি প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতে আরও কিছু প্রজেক্ট নিয়ে কাজ করবে, তার মধ্যে অন্যতম, ৫ টাকায় ডিজিটাল সেবা, এবং ড্রিম স্কুল, তিনি আরও বলেন আভা ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী অ-লাভজনক প্রতিষ্ঠান।:- জাককানইবি প্রতিনিধি, মোঃ হাসানুজ্জামান