স্পোর্টস ডেস্কঃ বছর না ঘুরতেই আবারও শিরোপা উৎসবে মাতলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর আরেকটি ফাইনালিসিমায় মাঠে নেমে আবার শিরোপা জিতলো মেসির অদম্য দল। ইতালিকে দুই আন্তঃমহাদেশীয় সেরার লড়াইয়ে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো আর্জেন্টাইনরা।
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর অবশেষে গত বছর জুলাইয়ে ব্রাজিলকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকা জিতে শিরোপা খরার অবসান ঘটায় লিওনেল মেসির দল।
ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ, অ্যানহেল দি মারিয়া এবং পাউলো দিবালা। গোল না করলেও আর্জেন্টিনার ফুটবল জাদুকর ছিলেন এই ম্যাচের প্রাণভোমরা। সতীর্থকে দিয়ে করিয়েছেন দুই গোল। স্পর্শ করেছেন আর্জেন্টিনার জার্সিতে অ্যাসিস্টের ফিফটি।
ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালি এবং আর্জেন্টিনা মুখোমুখি হয় ফাইনালিসিমায়। যেখানে প্রতিপক্ষ ইতালিকে বলতে গেলে কোনো সুযোগই দেয়নি মেসির দল। পুরো ম্যাচেই ইতালির উপর চাপ প্রয়োগ করে খেলে গেছে টানা ৩২ ম্যাচ ধরে অপরাজিত থাকা আর্জেন্টিনা। ওয়েম্বলি স্টেডিয়ামও যেন এদিন হয়ে উঠেছিল এক টুকরো আর্জেন্টিনা।
এদিকে ম্যাচশেষ মেসি বলেন, জয় নিয়ে শেষ করতে পারাটা অনেক সুন্দর। আর্জেন্টিনার এই দলটা সুখ আর আনন্দ ছড়িয়ে দিতে পারে। দলের সান্নিধ্যে আসলে আমি এমনটা অনুভব করি। আমরা আরো একটি ভালো ম্যাচ খেলেছি। আমাদের উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে। এটাই করতে চাই। মনে রাখা জরুরি, আমরা বিশ্বসেরা নই।
মেসি আরও বলেন, প্রতিপক্ষ যাই হোক না কেন, নিজেদের শক্তিতে বিশ্বাসী তিনি। তিনি বলেন, আমি জানি না আসন্ন বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য এই ম্যাচটা আমাদের দরকার ছিল কিনা। তবে আমরা আমাদের যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি। কোন দলের বিপক্ষে খেলছি বা প্রতিপক্ষ কারা সেটা পরোয়া করি না। প্রতি ম্যাচে আমরা একই রকম ফুটবল খেলি। তবে ইতালির বিপক্ষে ম্যাচটা একটা পরীক্ষা ছিল। কারণ ওরা দুর্দান্ত দল।