সবশেষ বেসরকারি ফলাফলে ৫৪২টি আসনের মধ্যে ৩৩৮টিতে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি। কংগ্রেস এগিয়ে ৯২টিতে। অন্যান্য রাজনৈতিক দল ১১২টি আসনে এগিয়ে আছে। আর পশ্চিমবঙ্গে বিজেপির চেয়ে মাত্র ৫টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
জয়োৎসবের আয়োজন শুরু করে দিয়েছে বিজেপি। কোনো কোনো রাজ্যে উল্লাস করতেও দেখা গেছে বিজেপি সমর্থকদের। বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোট গণনা।
ভারতের নির্বাচনী কর্মকর্তা মুরালি কৃষাণ বলেন, প্রথম স্তরে রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় ধাপে রাজ্য সশস্ত্র পুলিশ এবং রাজ্য সিভিল পুলিশ। নিরাপত্তা রক্ষায় দেশজুড়েই এ ব্যবস্থা নিশ্চিত করা হয়। যেকোনো ধরনের সহিংসতা এড়াতে আমরা বদ্ধপরিকর।
১৭তম লোকসভা নির্বাচনে ৬৭০টি দলের ৮ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯০ কোটির মধ্যে ভোট দিয়েছেন ৬০ কোটি ৩ লাখ ভোটার। ১১ এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হয় ১৯ মে। ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টি আসনে নির্বাচন হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।