আবহাওয়ার নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় রোববার (৮ মার্চ) রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আগামী ২ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে পরের ৫ দিনে তাপমাত্রা বাড়তে পারে কিছুটা।
শনিবার দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরায় ৫২ মিলিমিটার।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কক্সবাজারে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।