বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আলোচনা যেন থামছেই না। পক্ষে-বিপক্ষে এই বিতর্কে নাম জড়াতেই আছে একের পর এক ক্রিকেট সংশ্লিষ্টদের। কেউ বাংলাদেশের পক্ষ নিয়েই সন্তুষ্ট থাকছেন, কেউ আবার আরো একধাপ এগিয়ে, পক্ষ পাতিত্বের অভিযোগ এনে আইসিসিকে ধুয়ে দিচ্ছেন।
সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট বিশ্লেষক, এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি। ভারতকে বাড়তি সুযোগ দেয় আইসিসি, আম্পায়াররা ভারতীয় দলের পক্ষপাত করেন; ক্রিকেটাঙ্গনে বেশ জোরেশোরেই চর্চিত এমন মতবাদ অস্বীকার করলেন বিসিসিআই বস।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতের পক্ষে যাওয়া কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে কথার লড়াই জমে উঠেছে ক্রিকেট পাড়ায়। যেখানে গা ভাসিয়ে পাকিস্তানের কিংবদন্তী অলরাউন্ডার শহীদ আফ্রিদি এক টিভি শো’তে দাবি করে বলেন, ‘আইসিসিই ভারতকে সেমিফাইনালে তুলতে চায়’।
তিনি বলেন, ‘টিভির পর্দাতেই দেখা গেছে, সাকিব আম্পায়ারের সাথে কথা বলছে। দেখতেই পারছেন মাঠ ভেজা ছিল। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিলেন। ক্রিকেট-বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’
মূলত আফ্রিদির মন্তব্যের প্রতিবাদ জানাতেই মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি। সংবাদ সংস্থা এএনআইকে সাবেক এই ভারতীয় অলরাউন্ডার বলেন- ‘আফ্রিদির এভাবে বলা ঠিক হয়নি। আইসিসি আমাদের পক্ষ নেয় বলে মনে করি না। সবাইকে সমান চোখেই দেখা হয়। এই অভিযোগের কোনো স্থানই নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কী পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয়।’