দলীয় রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারানোর পর ৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় সাকিব বাহিনী। বরাবরের মতো এদিনও ব্যর্থ হন তরুণ ওপেনার তানজিদ তামিম। ইনিংসের চতুর্থ বলেই আফ্রিদির বলে এলবিডব্লিউয়ের শিকার হলেন তিনি। এতে রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারাল বাংলাদেশ।
ইনিংসের তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় শিকার করেনএই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলটি শরীর থেকে বেশ দূরে থেকে ঘুরিয়ে খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে শর্ট মিডউইকেটে উসামা মির ডানদিকে ঝুঁকে নিয়েছেন ভালো ক্যাচ। এতে মাত্র ৬ রানেই ২ উইকেট হারায় টাইগাররা। ৪ রান করে ফিরেন শান্ত।
এরপর লিটন দাসকে নিয়ে বিপর্যয় কাটিয়ে দলের সংগ্রহ একশ ছাড়িয়ে নিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ব্যক্তিগত ফিফটির আগেই ৪৫ রান করে সাজঘরে ফিরে যান লিটন। একপ্রান্ত আগলে ধরে লড়াকু হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাইলেন্ট কিলার রিয়াদ।
২৬তম ওভারের শেষ বলে হারিস রউফকে পয়েন্টের দিকে খেলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ২৮তম ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। এ বিশ্বকাপে ব্যাটিংয়ে বলতে গেলে একমাত্র উজ্জ্বল তিনিই, যিনি ধারাবাহিক। এবার ফিফটি করতে তার লাগল ৫৮ বল। ইনিংসটি ৬ চার ও ১ ছক্কায় সাজানো। আফ্রিদির বলে বোল্ড মাহমুদউল্লাহ, সংগ্রহ ৫৬(৬৭)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ (১৪৪/৬), ৩২.৪ ওভার।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম