আফ্রিকা থেকে স্পেন যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নৌকাটি ১০১ যাত্রী নিয়ে গত ১০ জুলাই স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে থাকা বেশিরভাগ যাত্রী সেনেগালের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া নৌকাটি ডুবে যাওয়ার পর ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাটিতে থাকা যাত্রীদের গন্তব্য ছিল স্পেনের কানারি দ্বীপে। সেখান থেকে তাদের গোটা ইউরোপে ছড়িয়ে পড়ার পরিকল্পনা ছিল।
উল্লেখ্য, গত বছর পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে হয়ে স্পেনে যাওয়ার এই রুটে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৫৯ জন। চলতি বছরের প্রথম ৬ মাসে মৃত্যু হয়েছে ১২৬ অভিবাসনপ্রত্যাশীর।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি