সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল আফগানিস্তানের। দলের এমন ব্যর্থতার জেরে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। এমন সিদ্ধান্তের পর দলেও বেশ গুরুত্ব হারিয়েছেন দেশটির তারকা এই অলরাউন্ডার।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাই দলকে ঢেলে সাজানোর জন্য নবীকে টি-টোয়েন্টি থেকে ছাঁটাই করে দিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আবুধাবিতে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে আফগানিস্তান। এই সিরিজের দলে গত বিশ্বকাপ থেকে ৭ জনকে বাদ দিয়েছে আফগানরা।
নবী ছাড়াও বাদ পড়েছেন বিদেশি লিগ খেলে বেড়ানো কায়েস আহমেদ, দারউইশ রাসুলি, মোহাম্মদ সালিম ও উসমান গনি। তাদের বদলে দলে ফিরেছেন করিম জানাত, আফসার জাজাই, নুর আহমেদ ও নিজাম মাসুদ। এছাড়া ওয়ানডে দলে নিয়মিত মুখ জহির খান ও রহমত শাহকে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়েছে।
৫ বছরের জন্য দুই বোর্ডের সমঝোতা চুক্তির আওতাতে অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। ওই চুক্তিতে বলা আছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করবে। পাশাপাশি তাদের অবকাঠামোগত ও লিজিস্টিক সহায়তাও প্রদান করবে।