আফগান গোয়েন্দা সংস্থার দফতরে তালিবানি হামলায় কমপক্ষে ১১ নিরাপত্তা কর্মী-আধিকারিক নিহত হয়েছেন সোমবার। আহত হয়েছেন আরও ৬৩ জন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, দেশের উত্তর প্রান্তে আইবাক শহরে আফগান গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিওরিটি (NDS)-র অফিসকে টার্গেট করা হয়েছিল। অফিস চত্বরের মধ্যে একটি গাড়িতে জোরালো বিস্ফোরণ ঘটানো হয়। যার জেরে ১১ নিরাপত্তাকর্মী নিহত হন।
তালিবান বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করে পরে বিবৃতি দিয়ে জানায়, আইবাক শহরে এনডিএসের অফিসে এদিন হানা দিয়েছিল বন্দুকধারীরা। অফিস চত্বরে রাখা একটি গাড়ির ভিতরে ঢুকে, আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে।
সমানগান প্রদেশের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিম ১১ নিরাপত্তা কর্মী-আধিকারিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আহত ৬৩ জনের মধ্যে আধিকাংশই সাধারণ নাগরিক। বিস্ফোরণ ছাড়াও একাধিক জন তালিবানি জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন।
গভর্নরের মুখপাত্র সেদিক আজিজি এদিন সন্ধ্যায় জানান, চার ঘণ্টা ধরে তাণ্ডব চলে তালিবানদের। তিন সশস্ত্র জঙ্গি নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হওয়ার পর এই হত্যালীলা শেষ হয়। ঘটনার সময় এনডিএসের অফিস চত্বরের কাছেই ছিলেন হাসিব নামে এক সরকারি কর্মী। ভাগ্যের জোরে তিনি রক্ষা পেয়েছেন। জানান, বিস্ফোরণের তীব্রতায় অফিসভবনের সমস্ত জানালার কাচ ঝুরঝুর করে ভেঙে পড়ে। ভেঙে পড়া ওই কাচের টুকরোতেও অনেকে জখম হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলিতে তালিবানরা আফগান বাহিনীর বিরুদ্ধে প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। রবিবারই তালিবানদের পৃথক দু’টি হামলায় কমপক্ষে ১৯ আফগান নিরাপত্তা কর্মী নিহত হন।
গত বছরও এই জুলাই মাসেই আফগানিস্তানের গজনি শহরে গোয়েন্দা অফিসের বাইরে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছিল। গোয়েন্দা দফতরের সামনে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। ছুটির দিনের ওই হামলায় আরও ১৭৯ জন আহত হয়েছিল। এক বিবৃতিতে ওই হামলার দায়ও স্বীকার করে নেয় তালিবানরা। সুত্রঃ এই সময়।