আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ১৮ সদস্য নিহত হয়েছে দেশটির উগ্র তালিবান গোষ্ঠীর হামলায়। দেশটির উত্তরাঞ্চলীয় জাওযান ও কুন্দুজ প্রদেশে এসব হামলা হয়েছে। এরমধ্যে জাওযান প্রদেশের একটি চেক পয়েন্টে তালেবানের হামলায় ১২ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেশটির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মারুফ আযার জানিয়েছে, বুধবার দিনের প্রথমভাগে তালিবান গোষ্ঠী ওই হামলা চালায় এবং এতে নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্য নিহত হয়। ভোরের ওই হামলায় তালিবান গেরিলারা নিরাপত্তা বাহিনীর আরো চার সদস্যকে অপহরণ করে। অবশ্য নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তালিবানের পাঁচ সদস্য মারা যায়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলেছে, তালিবানের হামলায় তাদের ছয় সেনা নিহত হয়েছে। তবে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ নিহতের সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন।
এদিকে, তালিবান সন্ত্রাসীরা কুন্দুজ প্রদেশে একটি সামরিক অবস্থানে আলাদা হামলা চালিয়েছে। প্রাদেশিক পরিষদের সদস্য আমিন উদ্দিন জানিয়েছেন, তালিবানের হামলায় ছয় সেনা নিহত হয়েছে এবং সংঘর্ষ ৫ ঘণ্টা স্থায়ী হয়। সামরিক ঘাঁটির মুখপাত্র হাদি জামাল জানিয়েছেন, তাদের পাল্টা হামলায় তালিবানের চার সদস্য নিহত হয়। তবে এ হামলা সম্পর্কে তালেবান কোনো মন্তব্য করেনি।