করোনা আতঙ্কের মধ্যেই আফগানিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটিতে পাঁচ দফা রকেট হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আফগানিস্তানের ন্যাটো ফোর্সের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলেও জানা গেছে।
মার্কিন-তালেবান শান্তি চুক্তির পরেই এই হামলার ঘটনা ঘটল। এর আগে সম্প্রতি একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের তালেবান গোষ্ঠী। তবে আইএস সেই চুক্তির আওতায় নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আইএস জানায়, তাদের সদস্যরা বাগরামের একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড লক্ষ্য করে হামলা চালায়।
ন্যাটোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে বাগরাম বিমান ঘাঁটিতে পাঁচ দফা রকেট হামলা চালানো হয়। মার্কিন এই প্রধান ঘাঁটিটি কাবুলের উত্তরাঞ্চলে অবস্থিত।
এক টুইটার পোস্টে তালেবান গোষ্ঠীর এক মুখপাত্র জানান, এ হামলার পেছনে তাদের দল জড়িত নয়।
সূত্র- রয়টার্স।